সাবেক সাংসদ কাদের খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ | ২৭ মে ২০১৯, ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে গত রবিবার রাতে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দু’টি করেন দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। মামলা নম্বর ৫৯ ও ৬০।

মামলার এজাহারের বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে আবদুল কাদের খান ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকা এবং আখতার জাহান উম্মে নাসিমা বেগম ১৫ লাখ ৩৭ হাজার ৩০৬টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন কাদের খান। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে বগুড়া শহরের বাসায় ছয় দিন ‘নজরবন্দী’ করে রাখার পর গ্রেপ্তার করে পুলিশ। 

এর কয়েক দিন পরেই কাদের খানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘদিন পর কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়।তিনি বলেন, সাবেক এই সাংসদ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারের বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে আবদুল কাদের খান ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকা এবং আখতার জাহান উম্মে নাসিমা বেগম ১৫ লাখ ৩৭ হাজার ৩০৬টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন কাদের খান। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে বগুড়া শহরের বাসায় ছয় দিন ‘নজরবন্দী’ করে রাখার পর গ্রেপ্তার করে পুলিশ।

এর কয়েক দিন পরেই কাদের খানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘদিন পর কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়।

ঢাকাটাইমস/২৭মে/ডিএম