‘স্বল্প আয়ের মানুষকে মূলধারায় ফেরাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০১৯, ২৩:০০

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘স্বল্প আয়ের মানুষকে মূলধারায় ফেরাতে আমাদের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিত্তবানদের সহযোগিতা কিছুটা হলেও বদলে দিতে পারে নি¤œ আয়ের মানুষের ইফতার চিত্র।’

গত রবিবার বিকালে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিজয় হলে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম, কক্সবাজার শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বিদ্যুৎ উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রাহক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিদ্যুতের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে, চাহিদা মেটাতে সরকার দেশি-বিদেশি কোম্পানির সহযোগিতায় নতুন নতুন বিদ্যুৎ প্লান্ট চালু করছে।’

মেয়র আরো বলেন, ‘একশ্রেণির অবৈধ গ্রাহক চোরা পথে বিদ্যুৎ ব্যবহার করে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। এসব অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ করতে বিদ্যুৎ বিভাগে কর্মরত সকলকে সজাগ থাকার আহ্বান জানান মেয়র।

তিনি বিদ্যুৎ বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের গ্রাহক হয়রানি না করা এবং বিদ্যুৎ বিলে কোন ধরনের অনিয়ম না করার আহবান জানান।

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আমিন সর্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিতরণ দক্ষিণাঞ্চল, বিউরো, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন।

অন্ষ্ঠুান পরিচালনা করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) চট্টগ্রাম সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমেদ।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :