হুয়াওয়ে ফোনে আস্থা হারায়নি গ্রাহক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৯, ১৪:৫৪ | প্রকাশিত : ২৯ মে ২০১৯, ১৪:৪৬

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রোষাণলে হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সার্ভিস না দেয়ার ঘোষণা দিয়েছে গুগল। এ নিয়ে গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ভাবছেন হুয়াওয়ের ফোন বুঝি আর ব্যবহার করা যাবে না। কিন্তু আদতে হুয়াওয়ের ব্যবহারের কোনো বাঁধার সৃষ্টি হয়নি। বর্তমান পরিস্থিতিতেও ক্রেতারা হুয়াওয়ের প্রতি অবিচল আস্থা রেয়েছেন। বিশ্ব প্রযুক্তি রাজনৈতিক পেক্ষাপটেও বাংলাদেশের বাজারে হুয়াওয়ের মোবাইল ফোন বিক্রিতে তেমন কোনো প্রভাব পড়েনি।

রাজধানী বিভিন্ন মোবাইল মার্কেট ঘুরে দেখো গেছে বরবারের মতো এবারের ঈদ বাজারে হুয়াওয়ের বিক্রি ভালো। স্বল্প দামে ভালো কনফিগারেশনের জন্য তারা আস্থা রাখছেন হুয়াওয়ের ওপর।

২৭ মে সোমবার বসুন্ধরা শপিং মলে ঘুরে দেখে গেছে হুয়াওয়ের এক্সপেরিয়েন্স শপে গ্রাহকদের ভিড়। একই বয়সী কয়েকজন তরুণী নিজেদের মধ্যে সেলফি তুলছে। শপে রাখা বিভিন্ন মডেলের হুয়াওয়ের মোবাইল দিয়ে নানা ভাবে ছবি তুলছে এবং সবাই মিলে আবার তা দেখছেন। হুয়াওয়ের নতুন ফোন কেনার জন্য অনেকেই ঢু মারছেন এখানে। এদেরই একজন সিটি কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে নতুন একটি মোবাইল ফোন কিনবো। তাই ঘুরে ঘুরে পছন্দের মোবাইলটি খুজে নিচ্ছি। হুয়াওয়ের ফোন কেনার কথা ভাবছি।’

ইশরাতের মতো হুয়াওয়ে ফোন কিনতে বসুন্ধরা শপিং মলে এসেছিলেন উর্মি। তিনি জানালেন, ‘ভালো মানের সেলফি ক্যামেরা কিনব। সেলফি ক্যামেরা সেগমেন্টে ‘হুয়াওয়ে পি৩০ লাইট’ অনন্য।’

বর্তমান পরিস্থিতিতে হুয়াওয়ের বিক্রিতে কোনো প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে হুয়াওয়ে এক্সপেরিয়েন্স শপের বিক্রয় ব্যবস্থাপক ইউসুফ হোসেন জানান, ‘ঈদের সময় এমনিতেই মোবাইল ফোনের বিক্রি বাড়ে। এবারের ঈদেও এর ব্যতিক্রম নয়। সারাবিশ্বে কি হচ্ছে এটা নিয়ে ক্রেতারা ততোটা মাথা ঘামাচ্ছে না। রোজার শেষের দিকে বিক্রি আরও বাড়তে পারে বলে জানান ইউসুফ হোসেন।

বসুন্ধরা সিটি শপিং মলে ষষ্ঠ তলা অবস্থিত নিক্কন টেলিকমের নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘হুয়াওয়ের প্রতি মানুষের এক ধরনের আস্থা রয়েছে। এই আস্থা এক দিনে তৈরি হয় নাই। এটি হুয়াওয়ের বহু দিনের সফলতার ফসল। বিশ^ রাজনীতির কারণে এই আস্থা কমবে না বলেই আমার বিশ্বাস।’

ব্যবহারকারীদের আস্থা তৈরি কারণ কি জানতে চাইলে নাজমুল হাসান জানান, ‘হুয়াওয়ের ফোনের সবকিছুতেই ব্যবহারকারী খুশি। ব্যাটারি, ক্যামেরা, র‌্যাম-রমসহ কনফিগারেশন খুবই ভালো। বাজারে প্রচলিত মোবাইল ফোনের মধ্যে কনফিগারেশন অনুযায়ী কম দামে ভালো ফোনটি দিচ্ছে হুয়াওয়ে।’

বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে হুয়াওয়ের অনুমোদিন স্টলগুলোতে আগের মতোই ক্রেতাদের উপস্থিতি রয়েছে। হুয়াওয়ে ফোনের কাটতিও ভালো।

রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার মোবাইল মার্কেটে কথা হয় ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী

সাদ্দাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের হুয়াওয়ের প্রতি আস্থা রয়েছে। চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যের শীতল যুদ্ধের কারণে হুয়াওয়ের প্রতি কোনো প্রভাব পড়বে না। কারণ ইস্যুটা সম্পূর্ণ রাজনৈতিক এবং এটা সাময়িক।’

একই কথা বলেন, ব্যাংকার তানিয়া হোসেন। তিনি বলেন, টাকা দিয়ে সবচেয়ে ভালো পণ্যটি ক্রয় কনতে চাই আমি। যে মোবাইল ফোন বেশি সময় চার্জ থাকে এবং সবচেয়ে ভালো ছবি তোলা যায় এমন ফোনের আমার পছন্দ।’

(ঢাকাটাইমস/২৯মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :