৮০ গ্রাম হেরোইন উদ্ধারে একজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৯, ১৮:১৪

৮০ গ্রাম হেরোইন উদ্ধারে কদমতলী থানার একটি মামলায় মো. সোহেল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। কারাদ-ের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ৩ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সোহেল পিরোজপুরের কাউয়াখালী থানার কাউখালী দক্ষিণ বাজারের মৃত খলিলুর রহমানের ছেলে।

রায় ঘোষণার সময় সোহেল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৭ সালের ২৮ জুন পুলিশ গোপন সংবাদে জানতে পারে কদমতলী থানাধীন ঋষিপাড়া রোডস্থ নাজমুন নেত্রীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর একজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইনসহ অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সোহেলের দেহ তল্লাশিকালে প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে পেঁচানো অবস্থায় ৮০০ গ্রাম পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮০ গ্রাম। এরপর কদমতলী থানার এসআই প্রদীপ কুমার কুন্ডু মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার এসআই শ্রী বিনয় কুমার রায় ২০১৭ সালের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালত চার্জশিটভুক্ত আট সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।

(ঢাকাটাইমস/২৯মে/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :