চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৯, ২১:৫৬

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং বিএসটিআই’র অনুমোদনহীন রঙ ব্যবহার করায় শহরের একটি ফাস্ট ফুড ড্রিম ক্যাফেকে ১০ হাজার টাকা এবং ক্রয়মূল্যের চেয়ে অধিক দামে পোশাক বিক্রির অভিযোগে সাহারা কিড্স গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামানের নেতৃত্বে ক্লাব সুপার মার্কেটে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাহী হাকিম রুহুল আমিন, বাজার তদারকি কর্মকর্তা নূরুল ইসলাম ও স্যানিটারি পরিদর্শক কোবায়েদ আলীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী হাকিম আসাদুজ্জামান জানান, স্থানীয় একটি ফাস্ট ফুড ড্রিমস ক্যাফেতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবার রাখার দায়ে এবং বিএসটিআই-এর অনুমোদন না থাকা পাঁচটি খাবার রঙ ব্যবহার করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং পোশাকের ক্রয়মূলের চেয়ে ২৫% লাভ করার কথা থাকলেও ওই দোকান থেকে দ্বিগুণ দাম নেয়ায় ওই মার্কেটের সাহারা কিড্স গার্মেন্টসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুধু ঈদকে সামনে রেখেই নয় মাসব্যাপী চলবে।’

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :