আলফাডাঙ্গায় হাজার টাকা মণে কৃষকের ধান কিনলেন ইউএনও

প্রকাশ | ২৯ মে ২০১৯, ২৩:০৭

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের ধান কিনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভা.প্রা.) আসাদুজ্জামান। সরকার নির্ধারিত এক হাজার ৪০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে এসব ধান কেনেন তিনি।

বুধবার উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিগাতি গ্রামের কৃষক ছিদ্দিক মোল্যার কাছ থেকে ২০ মণ এবং বিলপুটিয়া গ্রামের কৃষক মুন্নু মোল্যার কাছ থেকে ২০ মণ ধান কেনেন তিনি। এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল আহমেদ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

জুয়েল আহমেদ বলেন, কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার অংশ হিসেবে এসব ধান কেনা হয়। গ্রামে গ্রামে গিয়ে বুধবার কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়। সরকার নির্ধারিত মূল্যে এ ধান কেনা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান কৃষকদের উদ্দেশে বলেন, সরকারিভাবে ধান কেনার এ ধারা অব্যাহত রেখে দিন দিন দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে চাই। আপনারা উন্নত জাতের বীজ বপন করে অধিক ফসল ফলান, দেশের খাদ্য ঘাটতি পূরণ করে দেশের উন্নয়নে অংশ নিন।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)