ফোনে টেন এক্স জুম ক্যামেরা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০১৯, ১১:৩৫

টেন এক্স জুম ক্যামেরায় বাজারে এলো অপো রেনো স্পেশাল এডিশন। মডেল অপো রেনো টেন এক্স জুম এডিশন। এতে প্যানারোমিক ডিসপ্লে এবং সাইড সুইং সেলফি ক্যামেরা রয়েছে।

নতুন ডিজাইনের এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরায়থাকছে অপটিক্যাল জুম। এর জন্য এই ফোনে একটি পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করেছে চীনের কোম্পানিটি।

ফোনটিতে ৬.৬ ইঞ্চির প্যানারোমিক অ্যামোলেড ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম ব্যবহার করা হয়েছে।

অপোর নতুন এডিশনের রেনো ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স প্রাইমারি সেন্সর। সঙ্গে আছে একটি ১৩ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্স, একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা।

ভারতে ফোনটি বিক্রি হচ্ছে ৫০ হাজার রুপিতে।

(ঢাকাটাইমস/৩০মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :