ঈদের ‘ইত্যাদি’র আকর্ষণ বিদেশিরা

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ৩০ মে ২০১৯, ১২:৪৫

দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের নাম ‘ইত্যাদি’। দেশের নানা ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকায় এই অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়। তুলে ধরা হয় সেসব এলাকার শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও গ্রামীণ সংস্কৃতি। অনুষ্ঠানটি সাধারণত মাসের পঞ্চম শুক্রবার বিটিভি প্রচার করা হয়। এছাড়া দুই ঈদে থাকে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন।

সেই ধারাবাহিকতায় এবার ঈদেও রয়েছে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন। নব্বইয়ের দশকে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণীয় দিক হলো- সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা। এছাড়া নানা-নাতী ও বিদেশি ছবির বাংলা সংলাপও এর বিশেষ আকর্ষণ। কয়েক বছর ধরে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্যও থাকে ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব। তাদের মাধ্যমে তুলে ধরা হয় দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক।

এবারের ঈদুল ফিতরের ‘ইত্যাদি’তেও থাকছে বিদেশি নাগরিকদের জন্য বিশেষ পর্ব। বলতে গেলে এবারের অনুষ্ঠানটির মূল আকর্ষণই তারা। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নাগরিক। এদের মধ্যে অর্ধেক নৃত্যে এবং বাকিরা অভিনয়ে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে।

জন্মকাল থেকেই ‘ইত্যাদি’ রচনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। অনুষ্ঠানে বিদেশি নাগরিকেদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরা অপেশাদার। তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ওদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। দর্শকরা এ পর্বটি অনেক পছন্দ করেন, তাই আমরাও অনেক যত্ন নিয়ে এই পর্বটি করার চেষ্টা করি। আশা করি প্রতিবারের মতো এবারও বিদেশিদের পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

এদিকে ‘ইত্যাদি’তে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বিদেশি নাগরিকরাও। স্পেনের নাগরিক রোসা বোরাজো। শিক্ষকতা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘ইত্যাদি’র মহড়া ও শুটিং শেষ হলে খুব মিস করি। হানিফ সংকেতের ধৈর্যের প্রশংসা করি। ইউনিভার্সিটিতে ক্লাস নিতে গিয়ে যখন কোনও কারণে অধৈর্য হয়ে পড়ি, তখন হানিফ সংকেতের কথা মনে পড়ে।’

ডাচ নাগরিক লেইসবেথ বলেন, ‘আমি অনেকের কাছে ‘ইত্যাদি’র গল্প শুনেছি। এখন শুটিংয়ে এসে বুঝলাম এখানে না এলে আমি অনেক কিছু মিস করতাম। বেশি ভালো লাগে আমাদের পর্বটিতে একটা সামাজিক বক্তব্য থাকে।’

ব্রিটিশ নাগরিক ক্রেইগ। এই নিয়ে তিনি চারবার ‘ইত্যাদি’তে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘ইত্যাদি’ টিম খুবই ভালো, অর্গানাইজড। আমি ‘ইত্যাদি’কে ভালোবাসি। এই নিয়ে চারবার অংশ নিলাম। হানিফ সংকেতের সঙ্গে কাজ করলে বোঝা যায়, যে মানুষটি কোনও দিন অভিনয় করেনি, তাকেও তার পক্ষে শিল্পী বানানো সম্ভব। তার প্রমাণ আমরা।’

ঢাকাটাইমস/৩০ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :