সেলিব্রিটিদের আইডি হ্যাক করাই যার পেশা!

নাজমুল ইসলাম
 | প্রকাশিত : ৩০ মে ২০১৯, ১৫:১৬
অভিযুক্ত হ্যাকার সামির আল মাসুদ

বুধবার সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এই হ্যাকারকে দ্বিতীয়বারের মত গ্রেপ্তার করে। প্রথমবার দুই মাস আগে একে আমি দিনাজপুর থেকে গ্রেপ্তার করি, পরে মহামান্য আদালতের আদেশে সে জামিনে মুক্তি পায়, কিন্তু বিধিবাম; মুক্তি পেয়েই আবার সেই পুরনো পেশায় মন দেয় মহাশয়। কিন্তু পরিবর্তন করে অবস্থান ও কোড নেইম। প্রাযুক্তিক সহায়তায় আমাদের সুদক্ষ ডিজিটাল ফরেনসিক টিমের এর সাইবারে নেটে আটকা পরে এই বালক। গ্রেপ্তারের পর চেনা গেল ভদ্রলোক আমাদের সুপরিচিত, আগে আমাদের এখানে নুন পানি খেয়ে গেছে। আশা করি বিজ্ঞ আদালত তার এই অভ্যাসগত অপরাধকে আমলে নিয়ে জামিন দিবেন না।

উল্লেখ্য যে, সে অভিনেত্রী নাওয়ার, পূজা চেরী, টিভি অভিনেত্রী শারলিনা হোসেন, শাহতাজ মুনিরা হাশেম, উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর এবং এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের ফেসবুক আইডিও নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল এই সুপরিচিত হ্যাকার সামির আল মাসুদ।’

লেখক: ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)।

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :