‘নকল’ পণ্য, পারসোনাকে ছয়লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মে ২০১৯, ১৭:৫৪ | প্রকাশিত : ৩০ মে ২০১৯, ১৭:৪৮

নামিদামি কোম্পানির কসমেটিকসের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার এবং কোন দেশের তৈরি সেটা লেখা না থাকায় পারসোনা বিউটি পার্লারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ শ্যাম্পু, ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ধানমন্ডি-২৭ নম্বরে অভিযান চালিয়ে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গত বছরের ১২ জুন বিদেশি পণ্য বলে রূপসজ্জায় নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহারের দায়ে পারসোনাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার ম-ল ও আফরোজা রহমান।

উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ‘পারসনার মতো প্রতিষ্ঠানকে মানুষ বিশ্বাস করে। আর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তারা মানুষের সঙে প্রতারণা করে চলছিল। তাদের পণ্যের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার লাগানো ছিল না। আবার কোন দেশের তৈরি ছিল তাও লেখা ছিল না। এর আগেও তাদেরকে সতর্ক করা হয়েছিল; কিন্তু তারা একই কাজ করছিল।’

‘পারসনায় যেসব পণ্য পাওয়া গেছে সেগুলো নকল অথবা অবৈধ। না হলে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার থাকত। হয় তারা সরকারের ভ্যাট, ট্রাক্স ফাঁকি দিয়ে এগুলো এনেছে অথবা চকবাজার থেকে নকল পণ্য এনে বিক্রি করছিল। দেশের তৈরি নকল পণ্য কোথায় বিক্রি হয়? হয়ত তারাই (পারসনা) বিক্রি করে। তাদের পণ্যগুলো আমাদের নকলই মনে হয়েছে। কারণ তারা আসল প্রমাণ করতে কোন কাগজ দেখাতে পারেনি। এসব অভিযোগে পারসোনা বিউটি পার্লারকে তিনলাখ, পারসোনা এডামস পার্লার তিনলাখ টাকা জরিমানা করা হয়।’

অভিযানে ধানমন্ডির আলভিরাস বিউটি কেয়ারকে একই অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকাটাইমস/৩০মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :