নওগাঁয় যানজট নিরসনে চলবে নৌকা

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০১৯, ২২:৫৩

নওগাঁ জেলা শহরের যানজট নিরসনে ছোট যমুনায় নৌকা চালু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এই নৌপথ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল।

স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে শহরের ডিগ্রির মোড় থেকে কালিতলা ঘাট পর্যন্ত সাত কিলোমিটার নৌপথে চলবে এ নৌকা।

জেলা প্রশাসনের এ উদ্যেগে শহরের লিটন ব্রিজ মোড় ও বাজার এলাকার যানজট এড়িয়ে খুব সহজেই ডিগ্রির মোড় থেকে কালিতলা পর্যন্ত যাতায়াত করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফজলে রাব্বী, পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।

শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আবু রায়হান বলেন, সড়ক পথে ডিগ্রির মোড় থেকে কালিতলা যেতে রিকশা কিংবা চার্জারে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট সময় লাগে। সেখানে এখন নৌপথে গেলে ১০ থেকে ১৫ মিনিটেই যাওয়া যাবে। ভাড়াও অর্ধেক। এই ব্যবস্থা হয়ে খুবই ভালো হলো।

ডিগ্রির মোড় থেকে কালিতলা পর্যন্ত ৭ কিলোমিটার নৌপথে মাত্র এক জায়গায় লিটন ব্রিজ ঘাটে স্টপেজ থাকবে। ডিগ্রির মোড় থেকে কালিতলা ঘাটে গেলে একজন নৌযাত্রীকে ১৫ টাকা করে দিতে হবে। আর কালিতলা কিংবা ডিগ্রির মোড়ে উঠে লিটন ব্রিজে নেমে গেলে ১০ টাকা ভাড়া গুণতে হবে যাত্রীদের। লিটন ব্রিজে উঠে ডিগ্রির মোড় কিংবা কালিতলা গিয়ে নামলে তাকেও ১০ টাকা ভাড়া দিতে হবে।

(ঢাকাটাইমস/৩০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :