টিপস

গাড়ির জ্বালানি খরচ বাঁচাতে চান?

প্রকাশ | ৩১ মে ২০১৯, ১৪:৫১ | আপডেট: ৩১ মে ২০১৯, ১৪:৫৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস

জ্বালানির খরচ বেড়েই চলছে। ফলে গাড়ি বা বাইক নিয়ে বেরোনোর আগে মধ্যবিত্ত্বের কপালে ভাঁজ পড়ছে। গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার বেশি গাড়ি চালালে অনেকটাই খরচ বেড়ে যাচ্ছে। এই সময়ে অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গুগল ম্যাপস। খুব সহজেই গুগল ম্যাপসের মাধ্যমে যে কোন জায়গায় যাওয়ার সহজ ও দ্রুততম পথ খুব সহজেই জানা যাচ্ছে। এর ফলে গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানো অনেকটা সহজ হয়ে গিয়েছে।
 
আপনি কি জানেন নেভিগেশন সার্ভিস ব্যবহার করে গন্তব্যের দূরত্ব জানা যায়? এর ফলেই আপনি জেনে যেতে পারবেন কোন পথে গেলে সবথেকে কম দূরত্ব অতিক্রম করতে হবে। এর মাধ্যমে যেমন যাত্রাপথে আপনার সময় বাঁচবে তেমনি তেলের খরচ অনেকটাই কমানো যাবে। আর খুব সহজেই তা জানা সম্ভব। নিচের পদ্ধতিতে গন্তব্যে যাওয়ার বিভিন্ন রাস্তার দূরত্ব জানতে পারবেন।

কম্পিউটার থেকে:

স্টেপ ১। কম্পিউটারে ওয়েব ব্রাউজারে গুগল ম্যাপস ওপেন করুন।

স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে জুম ইন রাইট ক্লিক করুন।

স্টেপ ৩। এবার ‘মেজার ডিসট্যান্স’সিলেক্ট করুন।

স্টেপ ৪। এরপরে যেখানে যেতে চান সেই স্থানে ক্লিক করুন। একাধিক স্থানে যেতে হলে একাধিক পয়েন্টে ক্লিক করুন।

স্টেপ ৫। এরপরে কালো দাগ ড্র্যাগ করে নির্দিষ্ট রুট তৈরি করুন। শেষে হুগল ম্যাপস সেই স্থানের দুরত্ব দেখিয়ে দেবে।

স্মার্টফোন থেকে:

অ্যানড্রয়েড ও আইওএস স্মার্টফোন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে স্মার্টফোনে এই পদ্ধতি কিছুটা আলাদা। নিচের পদ্ধতি ফলো করে এই কাজ করতে পারবেন।

স্টেপ ১। গুগল ম্যাপস ওপেন করুন।

স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে ট্যাপ করে হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।

স্টেপ ৩। এরপরে ম্যাপের নিচে গিয়ে এই স্থানের নামকরণ করুন।

স্টেপ ৪। এবার পপ আপ মেনুতে  ‘মেজার ডিসট্যান্স’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে ম্যাপটি ড্র্যাগ করে কালো কার্কেলটিকে ডেস্টিনেশানে বসিয়ে দিন।

স্টেপ ৬। অ্যাপ থেকে একাধিক পয়েন্ট যোগ করতে পারবেন।

স্টেপ ৭। শেষ হলে স্ক্রিনে নিচে কিলোমিটার ও মাইলে মোট দূরত্ব দেখিয়ে দেবে।

(ঢাকাটাইমস/৩১মে/এজেড)