বাবার সমাধিতে লিটনের শ্রদ্ধা

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ৩১ মে ২০১৯, ১৭:১৬

প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ার পর বাবা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার দুপুরে তিনি নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মেয়র লিটন সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর এক মিনিট নিরবতা পালন করেন। এরপর ফাতেহা পাঠ করেন এবং দোয়া করেন।

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর গত ২৮ মে প্রতিমন্ত্রী হিসেবে পদমর্যাদা পান খায়রুজ্জামান লিটন। এরপর বৃহস্পতিবার তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাতে তিনি ঢাকা থেকে রাজশাহী ফেরেন। এ সময় রেল স্টেশনে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন মেয়র খায়রুজ্জামান লিটন।

ঢাকাটাইমস/৩১মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :