ট্রিপল রিয়ার ক্যামেরায় এলো মেইজু ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০১৯, ১২:১৬

সম্প্রতি চীনের বাজারে অবমুক্ত হলো মেইজু ১৬এক্সএস মডেলের ফোন। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে।

ফোনটিতে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট দেয়া হয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি।

মিডরেঞ্জের এই ফোন চীনের বাজারে বিক্রি হচ্ছে ১৬৯৮ ইয়েনে। কালো, নীল, কমলা ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ডুয়াল সিমের ফোনটি অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চালিত। ৬ জিবি র‌্যামের ফোনটিতে ১২৮ জিবি রম রয়েছে।

ছবির জন্য আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

(ঢাকাটাইমস/১জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা