রাজশাহী হবে শিক্ষানগরী: বাদশা

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০১ জুন ২০১৯, ১৭:৪২

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, সারা দেশের তুলনায় রাজশাহীর শিক্ষার মান অনেক ভালো। এখানকার শিক্ষার্থীদের ফলাফল বরাবরই সবার শীর্ষে। তাই রাজশাহীকে শিক্ষানগরী হিসেবেই প্রতিষ্ঠিত করবো।

শনিবার সকালে রাজশাহীর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য বাদশা বলেন, রাজশাহীকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। সেগুলো দ্রুতই তৈরি করা হবে। পুরনো প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন আগামী দুই বছরের মধ্যেই সম্পন্ন হবে। পরবর্তী তিন বছর শিক্ষার মান আরো উন্নত করার জন্য কাজ করা হবে।

বাদশা বলেন, এখানকার শিক্ষার্থীরা এখন দেশ-বিদেশের বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে অবস্থান করছে। রাজশাহী শিক্ষানগরী হিসেবে প্রতিষ্ঠিত হলে শিক্ষার মান আরও বাড়বে। মেধার চর্চার প্রতিযোগিতা বাড়বে। আরো দক্ষ জনশক্তি তৈরি হবে। তাই রাজশাহীকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

এর আগে তিনি ভবন নির্মাণ কাজের উদ্ভোধন করেন। ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তিন কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ছয় তলা ভবনটি নির্মাণ করবে মেসার্স হোসেন এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী দেড় বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হবে।

এর উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক মারিয়া অলকা মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন টুনু, পাঁচ নম্বরের কামরুজ্জামান কামরু, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/০১জুন/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :