শেয়াল মারার বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০১ জুন ২০১৯, ১৭:৪৫
ফাইল ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় শেয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম খোদা বক্স (৪০)। তিনি উপজেলার কসবা গ্রামের বাসিন্দা। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, কসবা গ্রামে তসিকুল ইসলাম নামে এক ব্যক্তির মুরগির খামার রয়েছে। শেয়ালের উৎপাত থেকে রক্ষায় খামারটি বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখেন তিনি। সকালে ওই খামারে ছাগলের জন্য আমের পাতা কাটতে যান খোদা বক্স। তখন বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০১জুন/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :