ভুরুঙ্গামারীতে প্রধান শিক্ষকের ওপর হামলার বিচার দাবি

প্রকাশ | ০১ জুন ২০১৯, ১৭:৫০

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেলের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

শনিবার বেলা ১১টায় উপজেলার সোনাহাট সেতুর পূর্বপারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধাসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, বিদ্যালয় সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ওই স্কুলের সহকারী শিক্ষক বাবলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ২৫ মে দুপুরে সহকারী শিক্ষক ইমরান হোসেন বাবলা প্রধান শিক্ষককে দা দিয়ে এলোপাথারিভাবে কোপান। এতে প্রধান শিক্ষক রাসেলের দুই হাতের চারটি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় মারাত্মক চারটি কোপ লাগে। রাসেল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দিন এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশে দেয়।

(ঢাকাটাইমস/০১জুন/জেবি)