সোনামসজিদ স্থলবন্দর আট দিন বন্ধ

প্রকাশ | ০১ জুন ২০১৯, ১৯:৩৬ | আপডেট: ০১ জুন ২০১৯, ১৯:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে|

সোনামসজিদ সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম জানান, পবিত্র শবে কদরের ছুটি এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে আট দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৯ জুন রবিবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বিষয়টি ভারতের মোহদীপুর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়ে জানানো হয় বলেও জানান তিনি।

এদিকে সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. বিল্লাল হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা এ পথ দিয়ে যেতে পারবে। 

ঢাকাটাইমস/০১জুন/ইএস