শিশু রোগীদের ঈদ উপহার দিল বিএসএমএমইউ

প্রকাশ | ০১ জুন ২০১৯, ২০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

 

পবিত্র ঈদুল ফিতরে হাসি ফোটাতে শিশু রোগীদের ঈদ উপহার দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 

আজ শনিবার বিএসএমএমইউয়ের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে ভর্তি থাকা শিশুদের মাঝে চকলেট বক্স ও নগদ অর্থ বিতরণ করেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া। 
এ সময় উপাচার্য ক্যানসার নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুদের ক্যানসার শুরুতেই নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে তা নিরাময় সম্ভব। 

ক্যানসার মিশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের শিশু অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামাল, নার্সিং অনুষদের ডিন ও ক্যানসার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান খান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল করিম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল ), ক্যানসার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক প্রমুখ। 

(ঢাকাটাইমস/১জুন/এএ/মোআ)