হোন্ডার নতুন স্কুটার

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০১৯, ১১:৩৯

নতুন স্কুটার আনছে হোন্ডা। মডেল অ্যাকটিভা ১১০। এতে ১১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে ৮ বিএইচপি শক্তি এবং ৯ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

নতুন মডেলের স্কুটারটিতে থাকতে পারে সম্পূর্ণ নতুন ডিজাইন। থাকবে কম্বি ব্রেক সিস্টেম।

স্কুটারটি ভারতে সর্ব প্রথম আসবে। এর ইঞ্জিন ভারতে স্টেজ ফোর বা বিএস ফোর নির্গমন ব্যবস্থায় তৈরি।

১২ জুন ভারতে এক ইভেন্টে স্কুটারটি অবমুক্ত করা হবে।

নতুন প্ল্যাটফর্ম ও নতুন ফ্রেমে অ্যাকটিভা বাজারে ছাড়বে হোন্ডা। স্কুটারটির সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে থাকছে টিউবলেস টায়ার। থাকবে সম্পূর্ণ নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। নতুন অ্যাকটিভাতে থাকছে সম্পূর্ণ নতুন এলইডি লাইটিং।

(ঢাকাটাইমস/২জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা