যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০১৯, ১২:১২ | প্রকাশিত : ০২ জুন ২০১৯, ১২:১০

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। আফ্রিকার বধের ছক কষা শেষ এখন বাকি কেবল মাঠের প্রতিফলন। টাইগার ক্রিকেটাররা নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী। তবে আফ্রিকার মতো দেশের বিপক্ষে নিজেদের সেরা একাদশ বাছাই করাটাই বড় বিষয়।

তাহলে প্রোটিয়া বধের ছক কেমন কষছেন টাইগার দলপতি মাশরাফি আর কোচ স্টিভ রোডস? একাদশেই বা থাকছে কে কে? শঙ্কা ছিল তামিমের চোট নিয়ে, তবে চিকিৎসকের সবুজ সিগন্যালে তা নিয়ে এখন আর দুশ্চিন্তা নেই। সিদ্ধান্তটা এখন কেবল তামিমের উপরে। নিজে যদি সম্পূর্ন সুস্থ মনে করেন তবেই খেলতে নামবেন তিনি। আর অলরাউন্ডার সাইফুদ্দিনও আছেন শঙ্কায়। তবে দলে থাকবেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়ে গেছে।

উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সুস্থ তামিমের সাথে কে থাকবে? ডান হাতি বা হাতি কম্বিনেশনের জন্য লিটন দাস নাকি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফর্ম করা তামিমের যোগ্য সঙ্গী সৌম্য সরকার?

তামিমে সাথে সৌম্যের বোঝা পড়াটা অসাধারণ। তামিম যখন ইনিংসের শুরুতে ধরে খেলতে পছন্দ করেন আর ঠিক তখনই দলের উপর থেকে চাপ কমাতে নিজের সহজাত খেলাটা খেলেন সৌম্য। প্রথম থেকেই সাবলীল ভাবে রান তুলতে প্রস্তুত সৌম্য।

অন্যদিকে লিটন দাসও শুরু থেকেই নিতে পারেন পাওয়ার প্লের অ্যাডভান্টেজ। ফিল্ডারের মাথার উপর দিয়ে বের করে আনতে পারে বাউন্ডারি। তবে দলের কম্বিনেসনের জন্য হয়তো নিজের জায়গা ছেড়ে দিতে হতে পারে লিটনকে।

তিন নম্বর জায়গাটি নিজেই চেয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সাকিবের নিজেকে প্রমাণের কিছু নেই। দলের প্রয়োজনের মুহূর্তে ত্রাতা হয়ে সব সময়ই ব্যাট হাতে কিংবা বল হাতে জ্বলে উঠেছেন তিনি।

চার নম্বরে চিরচেনা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। পাঁচে থাকবে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতক হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে ছয় নম্বর জায়গাটি থেকেই যত মুশকিল টাইগার দলপতির।

ছয় নম্বর জায়গাটিতে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুন বেশ খেলেছেন। দলের বিপর্যায়ের মুহূর্তে শক্ত হাতে সামলাতে পারেন বিপর্যয়। আর দরকারের মুহূর্তে পারেন দ্রুত রান তুলতেও। এরপরে সাত নম্বর জায়গাটিতে বর্তমানে খেলে থাকেন সাব্বির রহমান। মূলত ব্যাটিং হিসেবে থাকলেও লেগ স্পিনটা ভালই রপ্ত করেছে সাব্বির। সাব্বিরের সব থেকে বড় গুন দ্রুত রান তোলা। মাঠে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল রাখতে পারে সে।

এরপর আট নম্বরে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। তবে কিছুটা চোট সমস্যায় ভুগছেন সাইফ। তাই তো তার প্রথম ম্যাচ খেলা নিয়ে আছে কিছুটা ধোঁয়াশা। তবে সুস্থ থাকলে তাকেই দেখা যেতে পারে আট নম্বরে। এরপরে নয় নম্বরে একজন অফ স্পিন অলরাউন্ডার। এ জায়গাটি হতে পারে পরীক্ষিত মেহেদী হাসান মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেন।

দশ নম্বরে অধিনায়ক মাশরাফি। আর এগার নম্বরে উইকেট বুঝে মোস্তাফিজুর রহমান কিংবা ২০১৫ বিশ্বকাপে টাইগারদের সাফল্য এনে দেওয়া রুবেল হোসেন।

(ঢাকাটাইমস/১জুন/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :