নওগাঁয় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০১৯, ১৫:১১

নওগাঁর তিন উপজেলায় বজ্রপাতে শিশুসহ তিনজন মারা গেছে। গতকাল সকালে জেলার সাপাহার, পোরশা ও মহাদেবপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- চুটু, আব্বাস আলী ও শিশু নাদির।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম জানান, চুটু নামে এক শ্রমিক উপজেলার কলমুডাঙ্গা এলাকার একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাত হলে মারা যায়। চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তার বাড়ি।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, উপজেলার নশিংগাহার গ্রামের আব্বাস আলী বাড়ির পাশে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার বাখরাবাদ গ্রামের বাড়ির বারান্দায় খেলা করছিল নাদির নামে ১২ বছরের এক শিশু। এসময় বজ্রপাতে শিশুটি মারা যায়। শিশুটির পিতার নাম আমেদ আলী।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :