কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আট শিল্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০১৯, ২০:২০

কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৮তম আসরে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের আটজন তারকা শিল্পী-অভিনেত্রী। এছাড়া চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার রবীন্দ্রসরোবরের নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের এ আসর বসেছিল।

টেলিসিনে সোসাইটির আয়োজনে প্রতি বছরই কলকাতার বড় ও ছোট পর্দার বিভিন্ন শাখায় টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।

গত কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার দেয়া হচ্ছে।

এবার বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম।

সেরা প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন নজরুল রাজ। এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনিও এবার এ অ্যাওয়ার্ড পেয়েছেন। তাছাড়া কলকাতার ‘বিজয়া’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

এর আগে টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন নায়করাজ রাজ্জাক ও বরেণ্য চিত্রনায়িকা ববিতার মতো কিংবদন্তিরা। এছাড়া উপস্থাপক হিসেবে প্রথমবার পুরস্কার পান বাংলাদেশের আনজাম মাসুদ।

ঢাকাটাইমস/০২জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :