ফরিদপুরে ১৬০ জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ | ০২ জুন ২০১৯, ২২:৪৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে ১৬০ জন দরিদ্র নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধের হাতে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী তুলে দিল ‘আমরা করব জয়’ নামে তরুণদের একটি সেবামূলক সংগঠন।

রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের পালডাঙ্গিতে পদ্মা নদীর একটি চরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

৭০ জন শিশু, নারী ও পুরুষকে ঈদের নতুন পোশাক হিসেবে, জামা, প্যান্ট, থ্রিপিস, শাড়ি ও লুঙ্গি তুলে দেয়া হয়। এছাড়া ঈদের সামগ্রী হিসেবে ৯০ জনকে সেমাই, পোলায়ের চাউল, চিনি, তেল, দুধ বিতরণ করা হয়।

এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ‘আমরা করব জয়’-এর উপদেষ্টা শহীদুল ইসলাম নাঈম, লা লিগা রেস্তরাঁর মালিক শাওন খান।

(ঢাকাটাইমস/২জুন/এলএ)