পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

প্রকাশ | ০৩ জুন ২০১৯, ১৬:১০

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীতে মাদকের মামলায় শাহীন আহমেদ (৩৫) নামের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন। এ মামলার একমাত্র আসামি শাহীন আহমেদ জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। আসামির পক্ষে আইনজীবী ছিলেন শংকর লাল কর্মকার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পিপি কেবিএম আরিফুল হক টিটু।

মামলায় বলা হয়, ২০১৬ সালের ১৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে শহরে লোহালিয়া খেয়াঘাটের পূর্বদিক থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আসামি মো. শাহীন আহমেদকে আটক করে। শাহীন সদর উপজেলার হাজিখালী এলাকার মো. সুলতান আহমেদের ছেলে। ওইদিনই র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় শাহীনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করেন। তদন্ত শেষে পুলিশের এসআই হুমায়ুন কবির ২০১৬ সালের ১৮ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করে।

(ঢাকাটাইমস/০৩জুন/জেবি)