চাঁপাইনবাবগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০১৯, ১৭:১৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুরের আব্দুল হাকিম নামে এক ব্যাক্তি জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে আব্দুল হাকিম বলেন, একই এলাকার সাহাবুল ইসলাম নামে এক ব্যক্তি মসজিদের কাজে বাধা দেন ও ভাঙচুর করেন। আর এর প্রতিবাদ করায় সাহাবুল তাকে মারধর করেন এবং হুমকি দেন। নিজের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় অভিযোগের পর থেকেই তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরো অভিযোগ করেন, তাকে ও চাচাকে জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগও করেন। যদিও আমার চাচা সেই দিন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না।

এসময় উপস্থিত ছিলেন, তার চাচা মোনাফ বিশ্বাস, নাসিরুল ইসলাম, আতাউর রহমান, রামকৃষ্টপুর মাঝপাড়ার জামে মসজিদের সহ-সম্পাদক সেরাজুল ইসলাম।

মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম বলেন, সাহাবুল যে কাজ করেছে তা অন্যায়। আমরা বিষয়টি নিজেদের মধ্যে আর বাড়তে দিতে চাই না। নিজেরা এটি সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে সাহাবুল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, থানায় দুটি অভিযোগ এসেছে, আমরা তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :