সৌদির সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডে ঈদের জামাত

প্রকাশ | ০৪ জুন ২০১৯, ১২:৪২ | আপডেট: ০৪ জুন ২০১৯, ১২:৪৯

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মোড়ে কামরুল ইসলাম বুলবুলের রাইস মিলের চাতালে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

জামাতে হরিণাকুন্ডু পৌরসভা এলাকা, দৌলতপুর, ভালকী, কুলবাড়িয়া, বৈঠাপাড়া, পায়রাডাঙ্গা, নিত্যানন্দপুর, পার্বতীপুরসহ বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এমআর