লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের জামাত

কিশোরগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৯, ১৩:৩৪
শোলাকিয়া ময়দানে নামাজ পড়তে আসা মুসল্লিদের একাংশ

বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম ঈদের জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি-শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

বুধবার সকাল ১০টায় ঈদ জামাত শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে সময়মতো জামাত করা সম্ভব হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শোলাকিয়া ঈদগাহ মাঠে জড়ো হন লাখো মুসল্লি। তারা ছাতা মাথায় দিয়ে এক সঙ্গে নামাজ আদায় করেন। পরে কিছুটা দেরিতে নামাজ শুরু হয়। সকাল ১১টা ১০ মিনিটের দিকে মোনাজাত শেষ হয়।

শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোঁড়া হয়। জামাত শুরুর ৫ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি গুলি ছুঁড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেয়া হয়।

২০১৬ সালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবার নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র‌্যাব। মোতায়েন ছিল বিজিবিও।

বৃহত্তর এই জামাতকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় স্বস্তিতে নামাজ আদায় করতে পেরেছেন মুসল্লিরা।

ঢাকাটাইমস/৫জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :