মাদ্রিদে খোলা মাঠে ঈদ জামাত

জাহিদুল আলম মাসুদ, স্পেন
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৯, ১৬:২১

উৎসবমুখর পরিবেশে স্পেন প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপন করেছেন। স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা রানী সোফিয়া মিউজিয়ামের পাশে খোলা মাঠে প্রায় সাত হাজার মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল সাড়ে ৭.৪৫ মিনিটে, আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৮.৪৫ মিনিটে।

ঈদ জামাতে সামাজিক, রাজনৈতিক, দূতাবাসের কর্মকর্তা ছাড়াও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। এ সময় ঈদ এর শুভেচ্ছা রাখেন- দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ, মুসলিম কমিউনিটি দে মুসলমানাস এর পক্ষে খোরশেদ আলম মজুমদার।

এদিকে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার মাদ্রিদের ভেনতাসে অন্যান্য মুসলিম কূটনীতিকদের সাথে ঈদের নামাজ আদায় করেন সকাল সাড়ে ৭ টায়। এসময় তার ছিলেন- হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ, প্রথম সচিব শরিফুল ইসলাম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কমিউনিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :