হারিয়ে যাওয়া খেলা নিয়ে ঈদ উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুন ২০১৯, ১৮:৪৪ | প্রকাশিত : ০৫ জুন ২০১৯, ১৮:৩৭

তৈলাক্ত কলাগাছ। সারিবদ্ধ রাখা। পনেরো ফুটের লম্বা কলাগাছ আঁকড়ে ধরে উঠতে হবে। গাছের মাথা ছুঁতে পারলেই মিলবে মোবাইল ফোন। কম সময়ে যারা উঠতে পারবেন, তারাই হবে বিজয়ী। কিন্তু সরসর করে সেই গাছে ওঠা কি চাট্টিখানি কথা! তবু এই কৃতিত্ব দেখালেন তিনজন। সেখান থেকে বেছে নেয়া হয় একজনকে, যিনি কম সময়ে কলাগাছে ওঠার কৃতিত্ব দেখান।

ঝিনাইদহের শৈলকুপার পদমদী মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে হয়ে গেল ব্যতিক্রমী ঈদ আনন্দ উৎসব। স্থানীয় যুবকদের আয়োজনে উৎসবে থাকে পুকুরে বালিশ খেলা ও লটারি খেলা। প্রতিযোগিতায় নামতে পঞ্চাশ টাকা করে একটা এনট্রি ফি দিতে হয়েছে।

বুধবার ঈদের দিন অভিনব খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ। আব্দুল হান্নান বলেন, ‘বাবার জন্মেও এতো বড় কলাগাছ দেখিনি। আর এমন খেলা ইন্টারনেটে আগে দেখেছি, কিন্তু সরাসরি আগে দেখিনি। খুবই আনন্দ লেগেছে।’

আয়োজক যুবকদের অন্যতম হামিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘যান্ত্রিক নগরীর ক্লান্তি দূর করতে প্রতিবছর গ্রামে আসতে হয় পরিবার নিয়ে। গ্রামের মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই ঈদ আনন্দের আয়োজন। এতে সব শ্রেণিপেশার মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে।’

খেলায় আরেকজন আয়োজক ছিলেন সহকারী শিক্ষা অফিসার শামিম সুলতান। তিনি বলেন, ‘স্থানীয়, শিশু-কিশোরসহ সকল শ্রেণি পেশার মানুষকে এক সুতোয় আনতে ব্যতিক্রমী এই আয়োজন। ঈদের দিন হিসেবে শতশত মানুষ আনন্দ উপভোগ করেছে। কারণ আমরা চেষ্টা করেছি, হারিয়ে যাওয়া খেলা নিয়ে উৎসবটি করার।’

খেলা শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার।

(ঢাকাটাইমস/৫মে/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :