ঈদ নামাজ পড়েই হাসপাতালে ছুটে গেলেন সিএমপি কমিশনার

প্রকাশ | ০৫ জুন ২০১৯, ২০:১২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

ঈদের নামাজ শেষ করেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন। ঈদের নামাজ শেষ করেই সব পুলিশ সদস্যদের যখন কৌতুহলের কেন্দ্রবিন্দু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান ঘিরে। ঠিক তখনই নামাজ শেষ করা মাত্রই কোথায় যেন যেতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি।

পরে দেখা গেল, সিএমপি কমিশনার সোজা চলে গেলেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। সেখানে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন চিকিৎসাধীন অসুস্থ পুলিশ সদস্যদের সাথে। এ সময় তিনি অসুস্থ পুলিশে সদস্যদের চিকিৎসার খোঁজ-খবরও নেন।

পরে সিএমপি কমিশনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে ৮টায় তিনি দামপাড়া পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করেন।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)