ঠাকুরগাঁওয়ে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০১৯, ১১:১৮
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে বিজিবি।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ক্ষেতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম বাবুল। তার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামে। তার বাবার নাম মাইদুল ইসলাম।

বিজিবি জানায়, গত মঙ্গলবার ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেন্সিডিল ও এক বোতল মদসহ মনিরুলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গতরাতে বিজিবি অভিযান চালাতে যায়। পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশের একটি ক্ষেতের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক কারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মনিরুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ঢাকাটাইমস/৬জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :