পরকীয়ার অভিযোগে গৃহবধূকে মারধর, প্রধান আসমি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০১৯, ২০:২৩

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূকে নির্যাতন ও তার কথিত প্রেমিককে মারধর ও মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর মামলায় প্রধান আসামি জাফর আহম্মেদ নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুরের রামগতি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাফর আহম্মেদ আন্ডারচর ৭নং ওয়ার্ডের দেওয়ান বাড়ির তাজুল ইসলামের ছেলে।

নির্যাতিতা নারীর অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনীর পদুয়া রাস্তার মাথার মকবুল ব্রিক ফিল্ডে রান্নার কাজ করতে গিয়ে শ্রমিক আব্দুল আলীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে। ২০ মে বিষয়টি তার স্বামী আমির হোসেন জানতে পেরে বাড়ি ছেড়ে চলে যান। পরে ২ জুন সারাদিন তার মোবাইল বন্ধ থাকায় ৩ জুন (সোমবার) ভোর ৪টার দিকে প্রেমিক আব্দুল আলী তার বাড়ি আসে। এসময় তাদের শয়নকক্ষে দুজন বসে কথা বলার কিছুক্ষণ পর জাফর আহম্মেদের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়ি ঘেরাও করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাদের দুজনকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে জখম ও প্রেমিক আব্দুল আলীকে ন্যাড়া করে দেয়া হয়। এসময় জাফর তাকে লাঠি দিয়ে বেধম মারধর করে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই নারী বাদী হয়ে স্থানীয় চিকিৎসক জাফর আহম্মেদকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করে মামলা করে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :