আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা

প্রকাশ | ০৭ জুন ২০১৯, ১৮:১১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হয় এই খেলার। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ।

গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ লাঠি খেলা। তবে শুধু খেলাই নয়, বরং বিনোদনেরও অন্যতম মাধ্যম এই লাঠিখেলা। এই ঈদের বাড়তি মাত্রা যোগ করে এই খেলা।

শুক্রবার বিকালে উপজেলার ভবানীপুর বাজার চত্বরে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত এ লাঠি খেলা।

এতে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেন নানা বয়সী লাঠিয়াল। বাদ্যের তালে তালে দর্শকদের মাতিয়ে রাখেন তারা। লাঠি খেলা উপভোগ করতে স্থানীয় দর্শনার্থীদের ঢল নামে।

(ঢাকাটাইমস/৭জুন/এলএ)