মেসি জাদুতে আর্জেন্টিনার বড় জয়

প্রকাশ | ০৮ জুন ২০১৯, ১১:৫৪ | আপডেট: ০৮ জুন ২০১৯, ১১:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কোপা আমেরিকায় খেলতে নামার আগে দারুণ জয় পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে নিকারাগুয়াকে ৫-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনার সান হুয়ানে। আর্জেন্টিনার পাঁচটি গোলের মধ্যে মেসি ২টি, মার্টিনেজ ২টি ও রবার্তো পেরেইরা ১টি করে গোল করেছেন। নিকারাগুয়ার একমাত্র গোলটি করেছেন হুয়ান ব্যারেরা।

ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে ছিল ২-০ গোলে। দুইটি গোলই করেন মেসি। ৩৭তম মিনিটে ডি-বক্সের জটলার মধ্য থেকে কৌঁশলে বল জালে পাঠিয়ে দেন মেসি। এর পরের মিনিটে আবার গোল করেন মেসি।

বিরতির পর ৬৩তম মিনিটে লতারো মার্টিনেজের গোলে ৩-০ গোলে লিড নেয় স্বাগতিকরা। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মার্টিনেজ। ৮১তম মিনিটে আর্জেন্টিনার শেষ গোলটি করেন রবার্তো পেরেইরা। (৯০+১) মিনিটে পেনাল্টি থেকে নিকারাগুয়ার একমাত্র গোলটি করেন ব্যারেরা।

আগামী ১৪ জুন-৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। এবারের আসরে মোট ১২টি দল অংশ নিবে। খেলা হবে ৬টি ভেন্যুতে। ‘বি’ গ্রুপে লড়াই করবে আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।

আর্জেন্টিনা-নিকারাগুয়া ম্যাচের ভিডিও হাইলাইটস

(ঢাকাটাইমস/৮ জুন/এসইউএল)