সুন্দরগঞ্জে বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার

প্রকাশ | ০৮ জুন ২০১৯, ১১:৫৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ঝিনিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে নিখিল চন্দ্র বর্মণ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিখিল চন্দ্র দক্ষিণ ঝিনিয়া গ্রামের মৃত ক্ষেত্র মোহন বর্মণের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে নিখিল চন্দ্র নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। এরপর মরদেহ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আব্দুস সোবহান বলেন, ‘নিখিল চন্দ্র বর্মণ সুদে ব্যবসা করতেন। তিনি মানুষের কাছ থেকে পেতেন। সে টাকার লেনদেনের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই নারায়ণ চন্দ্র বর্মণ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।’

ঢাকাটাইমস/৮ জুন/এএইচ