রয়ের সেঞ্চুরি, বড় স্কোরের ইঙ্গিত ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:১৫ | প্রকাশিত : ০৮ জুন ২০১৯, ১৭:৩০

ঝড়ের গতিতে রান তুলছে ইংল্যান্ড। ওপেনার জ্যাসন রয় ৯২ বলে ব্যক্তিগত সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে রয়ের এটি নবম সেঞ্চুরি। রয়কে সঙ্গ দিচ্ছেন জো রুট। এর আগে ৫০ বলে ৫১ রান করে আউট হয়েছেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। দলীয় ১২৮ রানে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে। ২০তম ওভারে মাশরাফির বলে কাভারে উড়ন্ত ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপে আজ কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেটে ২১৭ রান।

এই ম্যাচে টাইগাররা একাদশে কোনো পরিবর্তন আনেনি। তবে ইংল্যান্ড একটি পরিবর্তন এনেছে। মঈন আলীকে বসিয়ে তারা লিয়াম প্লানকেটকে একাদশে রেখেছে। এর আগে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে। অন্যদিকে, ইংল্যান্ডও এর আগে দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে।

গত দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশদের ২ উইকেটে হারিয়েছিল টাইগাররা। আর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফি বিন মর্তুজার দল। সুতরাং, এবারের বিশ্বকাপে যদি বাংলাদেশ ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে টানা তিন বিশ্বকাপে ইংলিশদের হারাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওয়েকস, আদিল রশীদ, লিয়াম প্লানকেট, জফরা আর্চার, মার্ক উড।

(ঢাকাটাইমস/৮ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :