লাউয়াছড়া উদ্যান আর চা-বাগানে মুগ্ধ দর্শনার্থীরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০১৯, ১৮:০৩

সৌন্দর্যের অপার লীলাভূমি টিলাঘেরা সবুজ সারিবদ্ধ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, মাধবপুর লেকসহ কমলগঞ্জে এখন পর্যটকদের উপচেপড়া ভিড়। ঈদুল ফিতরের টানা ছুটিতে এসব আকর্ষণীয় পর্যটন স্থানগুলো পর্যটকদের পদভারে মুখরিত।

ঈদের দিন থেকে আজ পর্যন্ত ঘুরে দেখা গেছে, মাধবপুর লেক এবং লাউয়াছড়া উদ্যানে ভ্রমণ পিপাসু মানুষের ভিড়। অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।

লাউয়াছড়া বিট কর্মকর্তা (বন্যপ্রাণী) আনোয়ার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে এসেছেন লাউয়াছড়া বনে।

মৌলভীবাজার থেকে বেড়াতে আসা আব্দুল গফুর, সিলেটের ফাহিম, বিয়ানীবাজার থেকে আসা আবুল কাসেম, ঢাকা ক্যান্টেনমেন্ট থেকে ফারুক, গাজীপুর থেকে আসা ফাইমা ইসলামসহ ঘুরতে আসা অনেকেই বলেন, লেকটা আসলেই মনোমুগ্ধকর, কিন্তু ঝড় বৃষ্টি হলে কোথাও দাঁড়ানোর ব্যবস্থা নেই। পাহাড়ে ওঠার সিঁড়ি নেই, খাওয়ার মত ভালো মানের কোন রেস্টুরেন্ট নেই।’

(ঢাকাটাইমস/৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :