সেই ফেলানীর পরিবারকে গরু দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০১৯, ২১:০২

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর পরিবারকে একটি গরু উপহার দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজানুল হক শোভন।

শনিবার দুপুর আড়াইটার দিকে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু, মা জাহানারা বেগম, দুই বোনের হাতে গরুটি তুলে দেন ছাত্রলীগ সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থবিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাকিল আহমেদ, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান, নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের কোচবিহারের চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়ায় কিশোরী ফেলানীর মরদেহ দীর্ঘ সময় ঝুলে থাকে।

এরপর দুই দিনব্যাপী দফায় দফায় পতাকা বৈঠকের পর বিএসএফ ফেলানীর লাশ বিজিবির কাছে ফেরত দিয়েছিল।

এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের অধীন চৌধুরীহাট বিওপির কোম্পানি কমান্ডারের এফআইআরের ভিত্তিতে দিনহাটা থানায় একটি জিডি করা হয়। পরে এরই ভিত্তিতে ওইদিন একটি ইউডি মামলা রেকর্ড করা হয়।

(ঢাকাটাইমস/৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :