পরে ব্যাট করাটা ছিল সম্মিলিত সিদ্ধান্ত: সাকিব

দেলোয়ার হোসেন, কার্ডিফ থেকে
| আপডেট : ০৯ জুন ২০১৯, ০৮:৩১ | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ০৮:১১

সাকিব কি এবার টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হচ্ছেন? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। তিন ম্যাচে ২৬০ করে আপাতত সবার উপরে তিনি। বাংলাদেশ যদি শেষ চারে যায়, অথবা ফাইনালে ওঠে আর সাকিব যদি এই ধারাবাহিকতা ধরে রাখেন তাহলে বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সাকিবের প্রিয় পজিশন হলো তিন। আগে পাঁচ নম্বরে ব্যাট করতেন। কিন্তু প্রিয় তিন নম্বর পজিশনে আসার পর থেকেই সাকিবের ব্যাটিং গ্রাফ বেশ ওপরের দিকে। গত ম্যাচের আগে ‌পর্যন্ত তিন নম্বরে ব্যাট করার পর ১৭ ম্যাচের ৮টিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন। আর তিন নম্বরে পজিশনে প্রথম সেঞ্চুরিটা তুলে নেন গতকাল। এই সেঞ্চুরিটার আশাই ছিলেন সাকিব।

তিন নম্বরে নামার পর ব্যাটে যে ছন্দ শুরু হয়েছে সেটাকে ধরে রেখে আরও সাফল্য চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। ১১৯ বলে ১২১। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটা হাঁকানোর পর আত্মবিশ্বাস যেন বেড়ে গেছে তার। বলেছেন, ‘এটা তো কেবলই শুরু। এই টুর্নামেন্টের আরও অনেকগুলো ম্যাচ বাকি আছে। এরপর আরও ম্যাচ আছে। ব্যাট বলে যতটা সম্ভব আমি আরও বেশি অবদান রাখতে চাই। তিন নম্বর পজিশনটা আসলে আলাদা। এখানে ভিন্ন চ্যালেঞ্জ আছে। আমার কাছে মনে হয়েছিল আমার আরও অবদান রাখার সুযোগ আছে। বিশেষ করে ব্যাটিংয়ে। আমি এখন সেটা উপভোগ করছি।’

টানা দুই ম্যাচে হেরে চাপে বাংলাদেশ। ১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচে জিততে না পারলে শেষ চারের সমীকরণ কঠিন হয়ে যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে অবশ্য দারুণ রেকর্ড বাংলাদেশের। কিন্তু সেই রেকর্ডে চোখ রাখতে চাইলেন না সাকিব।’

আসলে ওই দিন আমরা কেমন খেলব সেটাই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তাদেরই সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ওটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, আমাদের সেভাবেই খেলতে হবে।’

গত ম্যাচে টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু সাকিব এটা মানতে নারাজ। তিনি বলেন, ‘আসলে এটা কারও একার সিদ্ধান্ত ছিল না। ছিল টিমের সম্মিলিত সিদ্ধান্ত। আগে ব্যাট করলে ভালো হতো, পরে ব্যাট করা হয়েছে বলে খারাপ হয়েছে, আসলে এভাবে দেখা ঠিক নয়। আগে ব্যাট করলেও খারাপ হতে পারত।’

শ্রীলঙ্কার বিপক্ষে ভাইটাল ম্যাচে কি পরিবর্তন আসছে একাদশে? সাকিব সে ব্যাপারে কিছু বলেননি। তবে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে, মিথুন বাদ পড়তে যাচ্ছেন। সাব্বির ফিরছেন একাদশে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যর্থ ছিলেন মিথুন। তারপরেও তাকে একাদশে রাখা নিয়ে সমালোচনা চারদিকে। বিশ্বকাপের টানা তিন ম্যাচে ব্যর্থ মিথুনকে পরের ম্যাচে বাদ দেওয়ার চাপ রয়েছে টিম ম্যানেজমেন্টের ওপরে।

(ঢাকাটাইমস/৯মে/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :