চোখের নিচে কালো দাগ দূর করার ১৩ উপায়

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ১০:১৭

চেহারায় ক্লান্তির ভাব নিয়ে আসে চোখের নিচের কালো দাগ৷ চোখের নিচে কালচে দাগ থাকলে সবার নজরে শুরুতেই সেটি ধরা পড়ে। অনেকে মনে করেন আপনি বিষন্নতায় ভুগছেন বা কোনো সমস্যায় রয়েছেন। কম ঘুমানো চোখের নিচে কালি পড়ার প্রধান একটি কারণ৷ কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে।

চোখের নিচে কালো দাগ দেখা দিলে ঘরোয়া কয়েকটি উপায়ে এর সমাধান সম্ভব। চলুন দেখে নিই সেই উপায়গুলো-

  • ঘুম কম হওয়ায় বা দীর্ঘদিন কোনো অসুখে ভোগার কারণে চোখের নিচে কালি পড়তে পারে৷ তার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই৷ ঘুম ঠিকমতো হলে অথবা শরীর সুস্থ হলে এটি এমনিতেই চলে যাবে৷
  • রোদে যাওয়ার সময় ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন৷
  • যেকোনো ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন৷
  • যথেষ্ট পরিমাণে পানি পান করুন৷ পানির পাশাপাশি দিনে এক গ্লাস দুধও পান করুন৷
  • শসা গোল গোল করে কেটে চোখের উপর দিয়ে রাখা ভালো৷ অন্ধকার ঘরে অন্তত ১০ থেকে ১৫ মিনিট থাকুন৷ এতে চোখের তলায় কালো ছাপ পড়ার সম্ভাবনা কম থাকে৷
  • একই পদ্ধতিতে শসার পরিবর্তে ব্যবহার করতে পারেন আলু৷
  • চোখের নিচের কালি দূর করার জন্য বিভিন্ন ক্রিম ব্যবহার করা যেতে পারে৷ তবে ক্রিম ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ ক্রিম ব্যবহার বা অন্য কোনো ধরনের চিকিৎসা নিলেই যে চোখের নিচের কালি পুরোপুরি চলে যাবে তা নয়৷ তবে তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব৷
  • কদম ফুলের পাপড়ি বেটে ৫ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন৷ এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে৷ এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন৷
  • প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই মুখ পরিষ্কার করবেন৷
  • কোনো বিউটি পার্লারে এসে প্রতি ১০ দিন পর পর আই ট্রিটমেন্ট করাতে পারেন৷
  • হরমোনজনিত সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চোখের নিচে কালো দাগ হলে চিকিৎসকের পরামর্শ নিন৷
  • তবে বংশানুক্রমিকভাবে চোখের নিচে কালি হলে, তা দূর করার জন্য তেমন কিছুই করার থাকে না৷
  • চোখের মেকআপ ঠিকমতো না পরিষ্কার করলে কালো দাগ পড়তে পারে৷ তাই মেকআপ করার পর ঠিকমতো চোখ পরিষ্কার করুন৷

ঢাকা টাইমস/০৯জুন/একে

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :