সোমবার এনটিভির আয়োজনে যা থাকছে

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ১১:১২
‘মাধবীলতা’ নাটকের একটি দৃশ্যে শ্যামল মওলা ও জাকিয়া বারী মম

ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ রয়েছে নানা আয়োজন। আসুন জেনে নিই আগামীকাল সোমবার ঈদের পঞ্চম দিনে কী কী অনুষ্ঠান রয়েছে এনটিভির পর্দায়।

বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাল গোলাপ’

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসার লাল গোলাপ’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, পূর্ণিমা, ববিতা প্রমুখ।

টেলিফিল্ম ‘বার্ডস আই’

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘বার্ডস আই’। এটির চিত্রনাট্য লিখেছেন মাতিয়া বানু শুকু। গল্প ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মম, মনোজ, মৌসুমী হামিদ, শতাব্দী ওয়াদুদ, খালিকুজ্জামান, অপু সরকার প্রমুখ।

ট্রিবিউট : স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল

‘স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল’ অনুষ্ঠানটি বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বীথি। প্রযোজনা করেছেন জোনায়েদ বিন জিয়া। এতে অংশগ্রহণ করেছেন অপু আমান ও হৈমন্তী রক্ষিত।

ধারাবাহিক নাটক ‘রং চা’

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘রং চা’ ধারাবাহিকের পঞ্চম পর্ব। এজাজ মুন্নার রচনায় এটি পরিচালনা করেছেন অসীম গোমেজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সৌদি গোলাপ’ ধারাবাহিক নাটকের পঞ্চম পর্ব। এটি লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।

নাটক: মাধবীলতা

রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘মাধবীলতা’। এটি লিখেছেন মুনতাহা বৃত্তা। পরিচালনা করেছেন হাবিব শাকিল। এতে অভিনয় করেছেন মম, শ্যামল মাওলা, আরফান মিতুল, বন্যা প্রমুখ।

গেইম শো : গুগলি

রাত ৯টায় প্রচারিত হবে গেইম শো ‘গুগলি’। এটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা করেছেন অভিনেত্রী স্বাগতা। এতে অংশগ্রহণ করেছেন সিদ্দিকুর রহমান, মিলন ভট্ট, মুকুল সিরাজ, নাবিলা, এনি খান, হোসেন খান প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘মতলব’

রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মতলব’-এর পঞ্চম পর্ব। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এনি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ।

নাটক ‘ফিরে তাকাও’

রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ফিরে তাকাও’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, শবনম ফারিয়া, তাসনিয়া ফারিন, ফখরুল বাশার মাসুম, সাঈকা আহমেদ প্রমুখ।

ঢাকাটাইমস/৯ জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :