বিশ্বকাপে সর্বাধিক রান সাকিবের

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ১৭:১৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত দেড় বছরে তিন নম্বরে ব্যাট করতে নেমে নিজেকে নতুন করে তুলে ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৮টি ওয়ানডেতে সাকিব তিনে নেমে করেছেন মোট ৮৩১ রান। মোট শতরান ১টি, অর্ধশত রান ৮টি। বিশ্বকাপেও তিন ম্যাচে যথাক্রমে ৭৫, ৬৪, ১২১ তাঁকে বিশ্বের ক্রিকেট মহলে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। তিনি এবারের বিশ্বকাপে এই মুহূর্তে সর্বাধিক রান সংগ্রাহকও।

তিন নম্বরে ভারতের হয়ে ব্যাট করেন বিরাট, নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামসন, ইংল্যান্ডের হয়ে জো রুট। এঁরা সবাই সফল ব্যাটসম্যান। কিন্তু এখানেই সাকিবের কৃতিত্ব অন্য মাত্রা রাখে। কারণ এরা কেউই বোলিং করেন না। সাকিব বোলার হিসেবেও অন্যতম সেরা। বিশ্বকাপে ইতোমধ্যে ৩টি উইকেট নিয়েছেন তিনি।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পরে সাকিবকে নিয়েও উত্তাল সোশ্যাল মিডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫ রান। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৪। সেই ধারাবাহিকতা বজায় রেখে সাকিবের ব্যাট থেকে শনিবার বেরিয়ে আসে ১২১ রানের লড়াকু ইনিংস। কিন্তু তাঁকে কেউ যোগ্য সঙ্গতই দিতে পারেননি। ম্যাচের শেষে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাও মেনে নেন, সাকিবকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। তিনি বলেছেন, ‘দুর্দান্ত সেঞ্চুরি করল সাকিব। তবে কেউ ওকে সাহায্য করতে পারেনি।’

আর সাকিব বলেছেন, ‘ব্যাটে বলে অবদান রাখতে পেরে আমি খুশি। দল আমাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছে। আশা করি আমি দলের আশা পূরণ করতে পেরেছি।’

(ঢাকাটাইমস/৯ জুন/এসইউএল)