চুরির অপবাদে ভাইয়ের গরু নিয়ে গেল সহোদররা

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ১৭:৪৭

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় টাকা চুরির অপবাদ দিয়ে বড় ভাই নাজমুল হোসেনের গরু ও ধান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তিন সহোদরের বিরুদ্ধে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নাজমুল। উপজেলার টগরবন্ধ ইউনিয়নের কুমুরতিয়া শনিবার গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তিন সহোদর হলেন- মিরাজ মোল্যা, আজম মোল্যা ও বায়েজিদ মোল্যা।

পারিবারিক বিষয় নিয়ে গত গত পাঁচ-ছয় মাস ধরে বড় ভাই নাজমুল হোসেনের বিরুদ্ধে একজোট হয়ে বিরোধ করে আসছিলেন ওই তিন সহোদর। এরই ধারাবাহিতায় ৬ জুন নাজমুল হোসেন ও তার স্ত্রীকে ঘর থেকে ৬০ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে সেই টাকা ফেরত চান অন্য ভাইয়েরা। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ৮ জুন (শনিবার) সকাল ১০টার দিকে বড় ভাই নাজমুলের স্ত্রীকে মারধর করেন অন্য তিন ভাই। এসময় নাজমুল মারধর ঠেকাতে গেলে মিরাজ মোল্যা রামদা নিয়ে ধাওয়া করেন। জীবন বাঁচাতে ধাওয়া খেয়ে নাজমুল নদীর চরে চলে গেলে এই সুযোগে গোয়ালে থাকা একটি গাভী, গাভীর বাছুর ও নাজমুলের বসতঘরে থাকা আনুমানিক ২৫ মণ ধান নিয়ে যান তারা।

বড়ভাই নাজমুল কান্নাজড়িত কণ্ঠে ঢাকাটাইমসকে বলেন, ‘ওরা আমাকে ও আমার স্ত্রীকে টাকা চুরির অপবাদ দিয়ে আমার গরু ও ধান নিয়ে গেছে। আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমার স্ত্রী এই অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করলে দায় নেবে কে? আমার ছোট ছোট তিনটে বাচ্চা রয়েছে তাদের কি হবে? ’

অভিযুক্ত মেঝ ভাই মিরাজ ঢাকাটাইমসকে বলেন, ‘ওনার কাছে আমি ধারের দুই লাখ টাক পাব। আমার টাকা দিয়ে দিক তাইলে আমরা গরু ও ধান দিয়ে দিচ্ছি।’

আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম ঢাকাটাইমসকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)