ঝিনাইদহে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ১৮:১৬

ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামে বিয়ের আসর থেকে জীবন চৌধুরী টিটন নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত টিটন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, টিটন নিজের নাম পাল্টে শ্রাবন বলে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামে একটি মেয়েকে বিয়ে করছিলেন। এ সময় পরিবারের লোকজনের তার আচরণে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে সদর থানার এসআই শাখাওয়াত হোসেন তাকে আটক করেন। উদ্ধার করা হয় একটি ভুয়া পরিচয়পত্র। তার নামে মহেশপুর থানায় তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, টিটন বিভিন্ন সময় নিজেকে সেনা কর্মকর্তা, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চার থেকে পাঁচটি বিয়ে করেছেন। তার বর্তমানে স্ত্রী ও একটি ছেলে আছে। তার বাবা সিরাজুল ইসলাম এলাকায় জামাত নেতা হিসাবে পরিচিত।

ঢাকাটাইমস/০৯জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :