ঈদুল আজহা হতে পারে ১২ আগস্ট

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ১৮:৩৩
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হতে পারে বলে আভাস দিয়েছে আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সে হিসেবে পরদিন বাংলাদেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

খালিজ টাইমসের খবরে বলা হয়, আইএসি বলছে, মধ্যপ্রাচ্যে আগামী ১ আগস্ট আরবি মাস জিলহজের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট।

সাধারণত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাতে পবিত্র ঈদ পালিত হওয়ার পরদিন বাংলাদেশে পালিত হয়। সে অনুযায়ী, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ২ আগস্ট এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ১২ আগস্ট।

আইএসির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত বলেন, ‘এবার চান্দ্র মাস জিলহজের নতুন চাঁদ দেখা নিয়ে কোনো ধরনের বিতর্ক হবে না। আরব বিশ্বের অধিকাংশ দেশ ও ইসলামিক সেন্টার টেলিস্কোপ এবং খালি চোখেই সহজে এবং পরিষ্কারভাবে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবে।’

এইউএএসর সদস্য ইব্রাহীম আল জারওয়ান বলেন, ‘পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ আগামী ১ আগস্ট সন্ধ্যা ৭টা ১১ মিনিটে দেখা যেতে পারে। সূর্যাস্তের পর উদিত হয়ে প্রায় ২৮ মিনিট পর অদৃশ্য হয়ে যাবে।’

আল জারওয়ান বলেন, ‘এমন অবস্থায় জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) থেকে এবং মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট (রবিবার)।’

(ঢাকাটাইমস/০৯জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :