নাম নিতেই ঘৃণা লাগে, তারেক প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:৫৮ | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ১৯:৪০
ফাইল ছবি

মামলার দণ্ড নিয়ে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম মুখে নিতে ঘৃণা লাগে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের ব্যবস্থা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেছেন, আজ হোক কাল হোত তাকে শাস্তি পেতেই হবে।

রবিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রিদেশীয় সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারেক রহমানের ফিরিয়ে আনার জন্য কী করা হচ্ছে- এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নাম নিতেই তো ঘৃণা লাগে। তাকে নিয়ে দেখি অনেকের দরদ উতলে ওঠে। ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা কীভাবে ভুলে যান? হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে, এতিমের টাকা আত্মসাৎকারী, দশ ট্রাক অস্ত্র চোরাচালানকারী এদের জন্য মায়াকান্না করলে কেমনে দেশে বিচার হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলছি। এত টাকা তৈরি করেছে তারা সেখানে খুব আরাম আয়েশে আছে। আর আমি যখন যাই তখন প্রত্যেকবার এক একটা সমস্যা তৈরি করে। আজ হোক আর কাল হোক শাস্তি কার্যকর হবে।’

(ঢাকাটাইমস/০৯জুন/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :