শাশুড়ি হত্যায় সিআইডির সেই কনস্টেবলকে খুঁজছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ২০:৩২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি সিআইডির কনস্টেবল অসীম ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর পুলিশের কয়েকটি টিমসহ গোয়েন্দারা তাকে হন্যে হয়ে খুঁজেও কোন কোন সন্ধান পাচ্ছে না অসীমের। তার দুটি ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

নিহত শেফালী অধিকারীর স্বামী সদানন্দ অধিকারী স্ত্রী হত্যার অভিযোগে জামাতা সিআইডির কনস্টেবল অসীম ভট্টাচার্যের নামে হত্যা মামলা করেছেন। শনিবার রাতে তিনি মামলাটি করেন।

পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবেই স্ত্রী ফাল্গুনীকে হত্যার পরিকল্পনা করে সিআইডি কনস্টেবল অসীম। কিন্তু তাকে যখন ছুরিকাঘাত করা হয়, তখন বাধা দিতে গিয়ে খুন হন শাশুড়ি শেফালী অধিকারী।

আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যার পর সিআইডি কনস্টেবল অসীম ভট্টাচার্যের মাদক আসক্তির বিষয়টিও তাদের নজরে এসেছে। এছাড়া সে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট এমন তথ্যও পাওয়া যাচ্ছে। সেগুলো খুব সর্তকতার সাথে তদন্ত করে দেখা হচ্ছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘ইতোমধ্যে অসীমের প্রতিবেশীসহ বেশ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাড়ি মালিক সুকেশ কুমার সাহা দেশের বাইরে অবস্থান করছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ‘তাকে গ্রেপ্তারে আমরা প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। খুব দ্রুতই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব।’

নিজের নাম প্রকাশ না করার শর্তে সিআইডির এক কর্মকর্তা জানান, ‘অসীম ভট্টাচার্যকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

প্রসঙ্গত, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার ভোরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের মাদ্রাসাপাড়ার ভাড়াটিয়া বাসায় শাশুড়ি শেফালী অধিকারীকে ছুরিকাঘাত করে খুন করেন চুয়াডাঙ্গা সিআইডিতে কর্মরত কনস্টেবল অসীম ভট্টাচার্য।

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :