উয়েফা নেশন্স কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০৯:২৩ | আপডেট: ১০ জুন ২০১৯, ০৯:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

তিন বছর আগে ইউরোপ সেরার লড়াইয়ের কথা ফুটবলপ্রেমীদের মনে জ্বলজ্বল করছে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ইনজুরির কারণে মাঠ ছেড়েছিলেন পর্তুগালের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ ছাড়ার পর ডাগ আউটে বসে খেলোয়াড়দের উজ্জীবীত করার সেই ঘটনা দাগ কেটেছিল। সেবছর জয় নিয়েই মাঠ ছেড়েছিল পর্তুগাল। তিন বছর পর আবারও ইউরোপ সেরার মুকুট মাথায় পরেছে রোনালদোর পর্তুগাল। তবে এবার ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়নি তাকে। পুরোটা সময় মাঠ দাপিয়েছেন জুভেন্তাস তারকা।

পোর্তোর এস্টাডিও দো দ্রাগাওয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামে রোনালদো-গুয়েদেসরা। বার্নার্ডো সিলভার পাস থেকে ৬০ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন গুয়েদেস। এই একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ পর্যন্ত প্রথমবার আয়োজিত উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতে নিল পর্তুগাল।

ইউরো চ্যাম্পিয়নশিপের বাইরেও ইউরোপের দেশগুলোকে নিয়ে প্রথমবারের মত আয়োজন করা হয় উয়েফা নেশন্স লিগ।

উয়েফা নেশন্স কাপের ফাইনাল খেলার মধ্য দিয়ে নিজেদের অবস্থান আবারও জানান দিচ্ছে নেদারল্যান্ডস। গত ইউরো এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস।

ম্যাচপূর্ব পরিসংখ্যান যদিও পতুর্গালের বিপক্ষে ছিল। তবে শেষ পর্যন্ত ট্রফি আদায় করে নিল পর্তুগালই। ৩ বছর আগে ফ্রান্সকেও ১-০ গোলে হারিয়ে প্রথমবারেরমত ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগিজরা। যদিও ইউরো চ্যাম্পিয়নশিপের তুলনায় উয়েফা নেশন্স কাপের গুরুত্ব খুব বেশি নয়।

ঢাকা টাইম/১০জুন/একে