রবি নেটওয়ার্কে যুক্ত হল দারাজ বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০১৯, ০৯:৫২

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ব্যবহার করে দেশের বৃহত্তম ফোরজি নেটওয়ার্ক অপারেটর রবিতে যোগ দিয়েছে দেশের শীর্ষ ই-কমার্স ভিত্তিক কোম্পানি দারাজ। এর মাধ্যমে দারাজ সেই অগ্রগামী ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি হয়ে রইল যারা এমএনপি সেবা ব্যবহার করে তাদের পছন্দের মোবাইল নেটওয়ার্কে যোগ দিল।

সেবাটি গ্রহণ করতে রাজধানীর বনানীতে দারাজ বাংলাদেশ লিমিটেড’র প্রধান কার্যালয়ে সম্প্রতি কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো: আদিল হোসেন নোবেল একটি কর্পোরেট চুক্তি সই করেন।

চুক্তির আওতায় দারাজ ডেটা সেবাসহ বিশেষ মোবাইল-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন, সাশ্রয়ী কল-রেট, কল কনফারেন্সিং সার্ভিস, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা ছাড়াও বিভিন্ন মূল্য সংযোজন সেবা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র এন্টারপ্রাইজ বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার মো: মনিরুল ইসলাম ও এন্টারপ্রাইজ একাউন্ট ম্যানেজার মো. ইমরুল শহীদ এবং দারাজ বাংলাদেশ’র চিফ অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি অফিসার সাদিয়া হক সিমি উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা